পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য না

 

পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য না

পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য না। 

জীবন কারো জন্য থেমে থাকে না। 

চলে যায় বরং সুন্দর ভাবেই কেটে যায়। 


যে মানুষটাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না বলে ভাবছেন একসময় দেখবেন তাকে ছাড়া আপনি দিব্যি বেঁচে আছেন। সময়ের সাথে সাথে তার শূণ্যতা গুলোও আপনার জীবনে কোন প্রভাব পরবে না। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে, বড়জোর হুটহাট একটু তার অভাববোধ হতে পারে। এর বেশি কিছু না। 

সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। 

আসলে মানুষ অভ্যাসের মতো। অভ্যাস পালটে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না। 


খেয়াল করলেই দেখবেন, সত্যিকার প্রেমে ব্যর্থ হয়ে যে যুবকরা একসময় বিয়ে করবে না বলে শপথ করেছিল, এরা প্রত্যেকে এখন সন্তানের পিতা। যে মেয়ে কোনো এক ছেলের হাত ধরে বলেছিল, তোমাকে না পেলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব সেসব মেয়েরা এখন গলায় স্বামীর দেয়া দামী স্বর্ণের চেইন পরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। পৃথিবীতে শেষ কথা বলতে কোন কথা নেই। আপনি আপনার প্রিয়মানুষ হারানোর শোকে পৃথিবীর কিছু আসবে যাবে না।


ভাবছেন এটা না পেলে বাঁচবোনা, ওটা হতে না পারলে জীবনটাই বৃথা, একদিন হয়তো দেখবেন যেটা না পেলে জীবনটাই বৃথা ভেবেছেন, সেটা না পেয়েও আপনি খুব সফলভাবে বেঁচে আছেন। যেটা হতে না পারলে বাঁচবোনা বলেছিলেন, দেখবেন সেটা না হয়েও দিব্যি বেঁচে আছেন।


যখন যে অবস্থায় থাকবেন মনে করবেন সেটাই আপনার জন্য ভালো অবস্থান। পানির যেমন কোনো আকার নেই, যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে। ঠিক তেমনি মানুষের জীবনটাও। আপনি যে এঙ্গেলে, যে দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখবেন, জীবনটা আপনার কাছে সে এঙ্গেলেই দেখা দিবে।


মোটকথা জীবন থেকে মানুষ চলে যাওয়াটা যত দ্রুত মেনে নিতে পারবেন, তত দ্রুত সুখি হবেন। 🙂

Post a Comment

Thanks for your Support 💖

Previous Post Next Post